প্রিয় ,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কারণ TrickRed.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে। আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি। তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি।
গান শুনতে কার না ভালো লাগে? দৈনন্দিন জীবনে ছোট বড় প্রায় সকলেই গান শুনতে পছন্দ করে। অবসর সময়ে কিংবা সময় টা কে উপভোগ করতে গান শোনার জুড়ি মেলা ভার।
সময়ের সাথে তাল মিলিয়ে পালটে যাচ্ছে সবকিছু। এখন স্মার্টফোন সবার হাতে হাতে। বিভিন্ন সফটওয়্যার এর পাশাপাশি এসকল স্মার্টফোনগুলোতে Default Music Player থাকে যেখানে আপনি গান শোনার জন্য আপনার প্রয়োজনীয় সুবিধাগুলো পুরোপুরিভাবে না ও পেতে পারেন। এজন্য Play Store এ এমন অনেক Music Player রয়েছে যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত সুবিধাগুলো পাবেন। আজ আমি আপনাদের জন্য এমন একটি Music Player নিয়ে এসেছি যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল সুবিধা উপভোগ করতে পারবেন। নিচের স্ক্রিনশট গুলো লক্ষ্য করুন।
আমি এখন আপনাদের সফটওয়্যার এর বিস্তারিত বলছি।
Music Player Details
App Name:
Music Player
App Size:
2.6 MB
Download Link
আমি সফটওয়্যারটি আমার ফোনে Download করার পর ইন্সটল করে নিয়েছি।
এবার চলুন সফটওয়্যারটি ওপেন করে দেখা যাক।

আমি এখন Scan করে নিব যাতে ফোনের সকল গান Library তে show হয়।
এবার নিজের পছন্দের গানগুলো মন দিয়ে উপভোগ করুন।
তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন TrickRed.com এর সাথে থাকুন। আর এ রকম নিত্যনতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
3 months ago (September 4, 2019)
|
866 Views
|
অসাধারণ।
ধন্যবাদ।
দারুন সফটওয়্যার, ডাউনলোড করলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোই লাগলো।
ধন্যবাদ।
গ্রেট প্লেয়ার ভালোই লাগলো।
ধন্যবাদ।
বাহ দারুন তো।
ধন্যবাদ।
ভালোই তো।
ধন্যবাদ।
অসাধারণ কনটেন্ট।
ধন্যবাদ।
Good post.wapkiz name akta categori banan
ধন্যবাদ। বিষয়টি বিবেচনা করা হবে।
Very nice app.thanks for sharing this wonderful app with us.
ধন্যবাদ।